Site icon suprovatsatkhira.com

কবিতা: জন্মভূমি

নিজের জ্ঞ্যাতি যদি খল হয়,
জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়,
বিষয় সম্পত্তি এমন বিষময়।
ভাইয়ে ভাইয়ে হানাহানি-
তাদের লাঞ্ছনা ও গঞ্জনা সহিতে হয়,
এই জন্যেই জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়।
শ্রীমদ্ ভগবধ্ গীতা হিন্দুদের বড় ধর্ম,
যুধিষ্টি পাশা খেলায় হেরে গিয়েছিলেন,
তাদের বনবাসে যেতে হয়েছিল,
যুধিষ্টি থাকার জন্য একটু খানি জায়গা চেয়েছিল।
তাই বলেছিল বিনা যুদ্ধে দেব না জমির অংশ,
যুর্য্যোধন। এই ভাবে হলো কৌরব ও পা-বের ধ্বংস,
এই জন্যেই জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়।
মায়ায় মায়ায় করে থাকবো কতক্ষণ,
মায়ার ছিকলে যদি আঘাত করেন মান-সম্মান,
প্রিয়জনের কাছের থেকে চলে যায়-থাকবো আর যতক্ষণ,
কত আশাছিল সবাইকে নিয়ে,
থাকবো আমি নিজের বাস্ত মাটিতে।
কিন্তু সে আশা হলো না আমার,
নীরাশ হলো অসহায় জীবনের ঘাঁটিতে,
এই জন্যেই জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়।
তাই ঈশ্বরের কাছে আশীর্বাদ করি-
জ্ঞ্যাতিদের মঙ্গল হোক,
তাদের জীবন ভরে উঠুক শান্তির বাতাস বয়ে আশা করি-
এই জন্যেই জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version