Site icon suprovatsatkhira.com

কবিতা: অদম্য বিস্ময়

এসো তৃষ্য
ফাগুন উদ্দীপ্ত প্রভাতে
দেখ ভাষার ঘুমন্ত দুয়ারে
কারা যেন পেতেছে মরিচার শিকল
ছুড়ে দিয়ে পাপার্থ কবিতার ছবক
তাই তোমার অখ- অপেক্ষার
ঘটুক আজি অবসান
দুরন্ত মিছিলে
ঘুমন্ত নদীতে
অদম্য গণিতে
ললাট লিখন
লেখাও এবার
যারা দেখেনি কখনো বিবর্ণ শহরে
হঠাৎ মিছিলে এমন দুরন্ত ইতিহাস
তারাও দেখুক তোমার অদম্য বিস্ময়

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version