Site icon suprovatsatkhira.com

একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার পরিপাটির কাজ চলছে

যশোর প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে পুরোদমে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার পরিপাটির কাজ চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারকে দৃষ্টি নন্দন করতে যশোর পৌরসভার উদ্যোগে নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। প্রশাসনের কড়া নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। আর দু’একদিনের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে নিশ্চিত করেন পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
তিনি জানান, যশোরবাসীর ইচ্ছাপূরণ করতে ২০১৬ সালে পুরাতন মুক্তিযোদ্ধা ভবনের আঙিনায় ১৪ শতক জমির ওপর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে যশোরের কেন্দ্রীয় শহীদ নির্মাণ করা হয়। ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় এই শহীদ মিনারে যশোরবাসী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু করেন। পুরো এলাকায় লাইটিং করা হবে। এখানে পুরো শহীদ মিনারে টাইলস বাসানো হয়েছে, শহীদ মিনার কম্পাউন্ডে ওয়াটার বেড থেকে বইছে ৫টি ঝর্ণা, গার্ডেন বেডে বাহারি রকমের গাছ লাগানো হয়েছে, বিভিন্ন স্থাপনার গায়ে লেখা হয়েছে একুশের চেতনার কথামালা, লাইট বসানো ও দর্শনার্থীদের প্রবেশ গেট করার কাজ চলছে। পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হচ্ছে। ইতোমধ্যে শহীদ মিনার ও স্থাপনাগুলো রং করাসহ বেশ কয়েকটি কাজ সম্পন্ন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version