ক্রীড়া প্রতিবেদক: সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম মোস্তফা কামাল। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য তাজুল ইসলাম রিপন, ইদ্রিস আলী বাবু, আ.ম আখতারুজ্জামান মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মনিরুজ্জামান কাকন, স ম সেলিম রেজা, খালিদ জাহাঙ্গীর, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ চট্টগ্রাম বিভাগ ও ঢাকা সাউথ জোনের কোচ ম্যানেজার ও আম্পায়ারবৃন্দ। সমগ্র খেলার ম্যাচ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন আল আমিন কবির চৌধুরী ডেভিড। এতে ঢাকা সাউথ ও চট্টগ্রাম বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু
https://www.facebook.com/dailysuprovatsatkhira/