ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন ও ভাষা শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবারুন মোড়স্থ ইসলামী যুব আন্দোলনের জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ছারোয়ার আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী হোসাইন মোহাম্মদ কওছার বাঙ্গাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মুফতী মো. রবীউল ইসলাম ও সম্পাদক মো. তোছাদ্দেক হোসেন খোকা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রাজ্জাক। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. ওয়েজ কুরণী, মোহাম্মদ আলী, মো. দেলাওয়ার হোসেন, মোহাম্মদ রুমী, আবু হানিফ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মো. মুবাশশীরুল ইসলাম (তকী)।