Site icon suprovatsatkhira.com

ইউসুফ আব্দুল্লাহ’র বই ‘ভারত ও বাংলা ভাগ এক বিয়োগান্তক অধ্যায়’র প্রকাশনা উৎসব

রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ রচিত গবেষণাধর্মী বই ‘ভারত ও বাংলা ভাগ এক বিয়োগান্তক অধ্যায়’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এম.পি।
প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. আনোয়ারুল করীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রবীন্দ্রনাথ মন্ডল এবং ভারত বিচিত্রার সম্পাদক জনাব নান্টু রায়।
অনুষ্ঠানে আসাদুজ্জামান খাঁন এম.পি বলেন, বাংলার মানুষ যে পরাধীনতা মানে না তা ‘ভারত ও বাংলা ভাগ এক বিয়োগান্তক অধ্যায়’ বইয়ের মাধ্যমে প্রতীয়মান হয়েছে। তিনি সবাইকে বইটি পড়ার আহবান জানান।
ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, ১৯৪৭ সালের দ্বিজাতি তত্ত্বের বিভাজন সাধারণ মানুষের প্রত্যাশিত ছিল না। সাম্প্রদায়িক চেতনাকে পুঁজি করে রাজনৈতিক প্রতিহিংসার ফসল হলো দাঙ্গা। এই মোক্ষম অস্ত্র ব্যবহার করল রাজনৈতিক নেতারা। যাদের কারো সাধারণ জনগণের সাথে কোন সম্পর্ক ছিল না। ইংরেজরা তাদের দোসরদের দিয়ে ভারত ও বাংলাকে ভাগ করে দিল। ভারতের হাজার বছরের ইতিহাস এভাবেই বদলে গেল।
ভারত ও বাংলা ভাগের প্রকৃত ইতিহাস প্রতিটি বাঙালিরই জানা দরকার বলে আমার মনে হয়েছে। এই প্রেষণা থেকেই ‘ভারত ও বাংলা ভাগ’ বইটি লেখার তাগিদ পেয়েছি।
প্রকাশনা উৎসবে পেশাজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version