ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আশাশুনির গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ওরস শুরু
![]() সমীর রায়, আশাশুনি: আশাশুনির গুনাকরকাটি খানকায়ে আজিজীয়ায় ওরস ও ফাতেহা শরীফ শুরু হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। ওরস শরীফ মূলত দু’দিনের হলেও কার্যক্রম ও ওরস কেন্দ্রিক বাজার চলবে প্রায় মাসব্যাপী। ওরসের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক সতর্কতাবলম্বন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকেও তদারকির প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের লক্ষ লক্ষ মুরিদ ও আশেকানের পদভারে জমজমাট হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) ও গাওছুল আযম খুলনবী (রহঃ) এর পাক ওরস ও ফাতেহা শরীফের প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ) খানকা শরীফে তাসরীফ এনেছেন। ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদান ও আশেকান ওরশ ময়দানে পৌঁছেছেন। আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের তত্ত্বাবধানে পুলিশ দল সার্বক্ষণিক দায়িত্বপালন করছেন। 5,726,034 total views, 3,494 views today |
|
|
|