Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সুশাসন প্রতিষ্ঠায় সুজনের আলোচনা

আশাশুনি প্রতিনিধি: সমাজে সুশাসন প্রতিষ্ঠা, মেধা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করাসহ দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আশাশুনিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের সাতক্ষীরা জেলা সম্পাদক সাংবাদিক হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সুবোধ চক্রবর্তী, শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, প্রভাষক দিপঙ্কর বাছাড়, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রণজিৎ বৈদ্য, মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, আব্দুল করিম, জয়নুদ্দীন গাজী, আব্দুল মাজেদ, অরুণ রজক, অনিমা রাণী প্রমুখ।
সভার শুরুতেই সুজনের বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রধান অতিথি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণাপূর্বক নতুন কমিটি গঠন করার জন্য পরামর্শ দেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানকে সভাপতি, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিবকে সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আল ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দু’বছর মেয়াদী সুজনের আশাশুনি উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version