Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দুই’শ পরিবারকে নুতন ঘর উপহার

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ‘আশ্রয়নের অধিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ শ্লোগান সামনে রেখে উপজেলার ১১ ইউনিয়নে দুই’শ পরিবারকে বাসস্থান নির্মাণ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় ঘরগুলি নির্মাণের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দে ঘর প্রতি এক লক্ষ টাকা দিয়ে টিনসেড ঘর, টিনের বেড়া, গ্রীল, ভীত পর্যন্ত ইটের গাঁথনি, মেঝে প্লাস্টার ও একটি করে টয়লেট নির্মাণ করার শর্তে কাজ শুরু হয়। শুরু থেকে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার তত্ত্ববধানে উপরোক্ত কাজ বিধিমোতাবেক শেষ করেও অবশিষ্ট টাকা দিয়ে প্রতিটি বাড়িতে প্রয়োজনীয় আসবাবপত্র ও প্রধানমন্ত্রীর ছবিসহ উপকারভোগির নাম-ঠিকানা সম্বলিত নেম প্লেট নির্মাণ করে দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version