ফেব্রুয়ারি ১৪, ২০১৯
আশাশুনিতে আইনশৃঙ্খলা বিষয়ক অগ্রগতির ত্রৈমাসিক সভা
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সাথে অগ্রগতির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরে পর্যালোচনা করা হয়। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রূপান্তরের সহযোগিতায় জিসিইআরএফের অর্থায়নে এ সভার আয়োজন করে অগ্রগতি সংস্থা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্তা¡বধানে পরিচালিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। সহনশীল একটি সমাজ গঠনে উগ্রপন্থা প্রতিরোধক্ষম জনগোষ্ঠী শান্তি ও সম্প্রীতির মধ্যে জীবন যাপন করবে- এ লক্ষ্যকে সামনে রেখে অগ্রগতি সংস্থার পিস্ প্রকল্পের সমন্বয়কারী এএসকে আশরাফুল মাশরুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, এসআই জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আব্দুল আলিম মোল্যা, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, নিরঞ্জন মন্ডল, সাংবাদিক জিএম মুজিবুর রহমান, সমীর রায় প্রমুখ।
5,697,008 total views, 644 views today |
|
|
|