Site icon suprovatsatkhira.com

আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন গ্রামের ১০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন লস্কর ইউপির সাবেক প্রয়াত ইউপি চেয়ারম্যান কেএম ওহেদুজ্জামানের ছেলে বর্তমান চেয়ারম্যন আরিফুজ্জামান তুহিন।
আরও উপস্থিত ছিলেন প্রভাষক আমিনুর রহমান চঞ্চল, গড়ইখালীর প্যানেল চেয়ারম্যান আ. ছালাম কেরু, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, শিক্ষক আহসান কবির টুটুল, পরিতোষ চক্রবতীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা ও থানা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাইকগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন শহিদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহিদদের স্মরণ করে। সকালে হাজারো মানুষের উপস্থিতিতে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সব কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান অ্যাড. স.ম. বাবর আলী, ইউএনও জুলিয়া সুকায়না, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়েছে। ভোর বেলায় লস্কর-কড়–লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিষ চন্দ্র ঢালী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, লস্কর-পাইকগাছা দাখিল মাদরাসার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম.এ মাজেদ ও সুপার মাওলানা আব্দুস সোবহান, সহ-সুপার মাওলানা আজগার হোসেন, পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নেতৃত্বে প্রভাত ফেরী বের হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version