ফেব্রুয়ারি ১১, ২০১৯
আনুলিয়ায় উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
![]() আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আনুলিয়া ইউনিয়নের ২নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতবছর ১৩ ডিসেম্বর ইউপি সদস্য আব্দুস ছাত্তার গাজী মারা যাওয়ায় ওয়ার্ডটির সদস্য পদ শূন্য হয়। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী বিধিমোতাবেক উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে রিটার্নিং অফিসার সাইফুর রহমান প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন। ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করার পর প্রার্থী শাহাব উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ৩ জন চূড়ান্ত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রার্থীদের মধ্যে আব্দুল ওয়াহেদ টিউবওয়েল প্রতীক, মোকছেদ গাজী তালা প্রতীক ও মনিরুল ইসলাম সানা পেয়েছেন মোরগ প্রতীক। ১৪২২ জন ভোটার আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। 5,716,612 total views, 1,630 views today |
|
|
|