ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আনুলিয়ার নিহত জাহাঙ্গীরের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া
![]() সমীর রায়, আশাশুনি: আশাশুনির আনুলিয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজাপুর বাজার বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আনুলিয়া ইউনিয়নবাসী। ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম লিটন বলেন, জাতিকে বাঁচাতে, স্বাধীনতার চেতনাকে বাঁচাতে, খেঁটে খাওয়া সাধারণ মানুষসহ আমাদের নিরাপদ জীবন-যাপনের জন্য সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার সুনিশ্চিত করতে হবে। মোটরসাইকেল চালক জাহাঙ্গীর ছিল ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। শুধু তাকে হত্যা করা হয়নি, তার পরিবারের আশাকে হত্যা করা হয়েছে। হত্যাকারী রবিউল, আজিজ, আলামিনসহ তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 5,697,232 total views, 868 views today |
|
|
|