Site icon suprovatsatkhira.com

আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু: জেলা শিক্ষা কর্মকর্তা জানেন না পরীক্ষার্থীর সংখ্যা

ফাহাদ হোসেন: আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হলেও সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা জানেন না, জেলায় কতজন এসএসসি পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরে যশোর শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয় এ তথ্য।
এসএসসি পরীক্ষার আগের দিন (১ ফেব্রুয়ারি) রিপোর্টের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের ব্যক্তিগত ফোন নম্বরে (০১৭১৫-২১৮২২৭) জেলার মোট এসএসসি পরিক্ষার্থীদের সংখ্যা জানতে চাওয়া হয়। কিন্ত তিনি বলেন, “সাতটা উপজেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এসএমএস দিয়েছি কিন্তু, সবার কাছ থেকে উত্তর পাইনি। আগামীকাল সকালে ফোন দেন, আমি তথ্য সংগ্রহ করে আপনাকে জানাব।”
এ ব্যাপারে কলারোয়া শিক্ষা অফিসার আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কোন এসএমএস দেখেননি। তথ্য জানতে চাইলে তিনি বলেন, “আমার তো তথ্য মনে নেই। আমার ফেসবুক প্রোফাইলের নাম আব্দুল হামিদ ওখানে স্ট্যাটাস দেওয়া আছে। ওখান থেকে নিয়ে নেন।”
এব্যাপারে আশাশুনি তথ্য বাতায়ন থেকে উপজেলা তথ্য অফিসারের ফোন নম্বর নিতে গেলে সেখানে তথ্য আপডেট না থাকায় ভোগান্তিতে পড়তে হয় এ সংবাদকর্মীকে। সেখানে পাওয়া যায় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সুলতান মাহমুদের ফোন নম্বর। তিনি জানান, তিনি আশাশুনি থেকে বদলি হয়েছেন আড়াই বছর আগে। তাই তিনি তথ্য জানেন না। অর্থাৎ গত আড়াই বছরে মধ্যে এ তথ্য আপডেট করা হয়নি এ তথ্য বাতায়ন।
দেবহাটা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহমুদ মোরশেদ বলেন, “৬ হাজার সামথিং পরীক্ষা দিবে। আমি কাল আপনাকে পরিপূর্ণ এ তথ্য দিতে পারব।”
শ্যামনগর মাধ্যমিক শিক্ষা অফিসার তথ্য বাতায়ন অনুযায়ি প্রায় দুবছর আগে বদলি হয়ে যশোরের দায়িত্বে আছেন। বর্তমান শিক্ষা অফিসার আকরাম হোসেন বলেন, আমার উপজেলায় তো ছয় সাতটা কেন্দ্র। আমি সবগুলা উপজেলার তথ্য সংগ্রহ করে আপনাকে আগামীকাল জানাব। জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন স্যার সকালে মোট পরিক্ষার্থীর তথ্য চেয়ে এসএমএস দিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্যার আমাকে কোন এসএমএ দেননি। আমি কোনো এসএমএ পাইনি।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, তিনি জেলা শিক্ষা কর্মকার্তার ইমেইলে সকল তথ্য পাঠিয়ে দিয়েছেন।
তথ্য বাতায়ন অনুযায়ি কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদ তেজারতকে বারবার মুুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে অবশেষে যশোর শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, সাতক্ষীরা জেলায় জেনারেল সেকশন থেকে ২০ হাজার ২শ ৫৩ জন এবং যশোর বোর্ড থেকে মোট ১ লক্ষ ৮৪ হাজার ২শ ৯০ জন পরীক্ষার্থীর আগামীকাল (আজ) পরীক্ষায় অংশগ্রহণ করার কথা আছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version