Site icon suprovatsatkhira.com

আকিজ জুট মিল পরিদর্শনে চীনের রাষ্ট্রদূত

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় আকিজ জুট মিল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই মি. জাহাং জুও।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আকিজ জুট মিলের আকিজ সিটি সেন্টারের ছাদে অতিথিদের বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি) ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাদের বরণ করেন। পরে রাষ্ট্রদূত আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও জুট মিল পরিদর্শন করেন।
দুপুরে আকিজ দরবার হলে রাষ্ট্রদূতের আগমন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য ও অনুভূতি প্রকাশ করেন রাষ্ট্রদূত। এসময় তিনি বন্ধু প্রতিম বাংলাদেশের আকিজ জুট মিলের সমৃদ্ধি কামনা করেন ও এর সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আশ্বাস প্রদান করেন।
পরে আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ জুট মিলের চিনা বাইয়ার জিয়াং ঝিং, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, আকিজ গ্রুপের প্রতিনিধি জহিরুল হক ভুইয়া, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, এজিএম আবু জাফর পরামানিক, এডমিন ম্যানেজার সুব্রত শর্মা প্রমুখ। দুপুরের খাবার শেষে রাষ্ট্রদূত ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version