মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটার হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে নাশকতা, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। এসময় তিনি বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন এলাকায় যদি বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়, তাহলে সাথে সাথে পুলিশকে অবহিত করবেন। পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। পুলিশ শুধুমাত্র অপরাধীদের শত্রু। তাই পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছে।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই লিটন কুমার সাহা, পিএসআই জুয়েল রানা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক জাহাঙ্গীর কবীর, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আসাদুল কবীর, আব্দুল আজিজ, অমরেন্দ্রনাথ মৃধা, ফরিদা খাতুন, সূর্যকান্ত রায়, মাহবুবা দিলরুবা, শহিদুল ইসলাম, প্রভাষক দিনবন্ধু বিশ্বাস, নওশাদ আলম, রফিকুল ইসলাম, শামীম আরা, রোজিনা পারভীন, আব্দুল গফ্ফার, সুপ্রসাদ দাশ, সফিউল আলম, সুনিল কুমার বর, গোলাম হাসান, তাপস কুমার মন্ডল, আনিছুর রহমান, আবুল হাসান, অনিশ চন্দ্র গাতিদার, হাফিজুল ইসলাম প্রমুখ।
অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন দেবহাটার ওসি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/