অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, ৭টি হাত বোমা ও ২০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে। আটক ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার দুপুরে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রোকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার মহাকালে এআর সিমেন্ট মিলের পিছনে পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালানো হয়। এসময় ৭টি তাজা হাত বোমাসহ উপজেলার নওয়াপাড়া গ্রামের পাঁচ কবর এলাকার শেখ আব্দুল ওয়াদুদের ছেলে সুমন শেখ (২৫), একই এলাকার আবুল কালামের ছেলে কামরুল (২৮) ও বাঘারপাড়া উপজেলার বারোবাঘা গ্রামের মৃত লুৎফর মোল্যার ছেলে মিলনকে (২৮) আটক করা হয়।
ওইদিন ভোর রাতে উপজেলার গুয়াখোলা গ্রামে সরকারি হাসপাতালের পিছনে আইয়ুব বিশ্বাসের বাড়ি অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ২০ বোতল ফেনসিডিলসহ আইয়ুব বিশ্বাসের ছেলে শান্ত (২৩) ও তার বন্ধু হত্যাসহ একাধিক মামলার আসামি আব্দুল কাদেরের ছেলে রুবেলকে (২৫) আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক, অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।
অভয়নগরে অস্ত্র-গুলি, বোমা ও ফেনসিডিলসহ আটক ৫
https://www.facebook.com/dailysuprovatsatkhira/