জানুয়ারি ৯, ২০১৯
শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য সেবা
শাহারিয়ার হুসাইন, বাগআঁচড়া (যশোর): শার্শা উপজেলার একমাত্র সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। প্রায় সাড়ে ৩ লাখ মানুষের একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্র ৫০ শয্যার শার্শা উপজেলা (বুরুজবাগান) স্বাস্থ্য কমপে¬ক্স। সেবা প্রদানের জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ সরকারি হাসপাতালে কয়েকজন চিকিৎসক রয়েছেন যাদের বিরুদ্ধে রোগীদের সাথে প্রতারণা ও বাইরের পছন্দের বেসরকারি ক্লিনিকের সাথে কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। সম্প্রতি এ হাসপাতাল ৩১ শয্যা থেকে উন্নীত হয়ে ৫০ শয্যায় রুপান্তরিত হয়েছে। ৫০ শয্যায় উন্নীত হলেও এখনও পর্যন্ত কোন ডাক্তার বা জনবল নিয়োগ দেওয়া হয়নি। প্রতিদিন গড়ে দেড় থেকে ২শ’ রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন। বহির্বিভাগে প্রত্যেক রোগীর কাছ থেকে টিকিটের জন্য ৫ টাকা করে আদায় করা হলেও রোগীরা কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। সকাল সাড়ে ৮টা থেকে হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার নিয়ম থাকলেও সাড়ে ১০টার আগে কোন চিকিৎসককে হাসপাতালে দেখা মেলে না। আবার বেলা ১টা বাজলে কোন ডাক্তারকে হাসপাতালে খুঁজেও পাওয়া যায় না। দূর-দূরন্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে এসে ঘন্টার পর ঘন্টা চিকিৎসকের অপেক্ষায় বসে থেকে কাঙ্খিত সেবা না পেয়ে চলে যান। উপজেলার আমতলা-গাতিপাড়া গ্রামের বৃদ্ধা রওশনারা (৬০) ও তাহেরা বেগম (৫৫) জানালেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টিকিট কেটে ডাক্তারের অপেক্ষায় বসে আছি, এখনও কোন ডাক্তার হাসপাতালে আসেননি। হাসপাতালে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা নিজেই বাইরের পছন্দের বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানোর অভিযোগ রয়েছে। 8,622,383 total views, 1,935 views today |
|
|
|