নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের মাদক সম্রাট বহুল আলোচিত হাবিবুর রহমান (৩৫) পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) ভোর ৫টায় শ্যামনগর থানার এএসআই মো. আব্দুল হাই ও সঙ্গীয় ফোর্স শৈলখালীতে তার শশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
হাবিবুর কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মো. খলিল মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানায়, হাবিবুর বহু বছর ধরে মাদক ব্যবসা করে আসছিল। সে ভারত থেকে মাদকদ্রব্য এনে শ্যামনগরসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করতো।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, হাবিবুরের বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট ছিল।