Site icon suprovatsatkhira.com

১ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে শহিদ বীরঙ্গনা দিবস পালনের দাবি

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বীরঙ্গনা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শহিদ বীরঙ্গনা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বৃক্ষরোপই, নারী পতাকা অর্পণ, কম্বল বিতরণ, মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স.ম. বাবর আলী।
স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান উদ্যোক্তা ও নারী গবেষক চন্দন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।
বক্তব্য রাখেন প্যানেল মেয়র আসমা আহম্মেদ, কাউন্সিলর এস.এম. তৈয়েবুর রহমান, সরবানু বেগম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, মিজানুর রহমান, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, ডা. অলিউর রহমান ও পরেশ মন্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যার মধ্যে স্বাধীনতা সংগ্রামে নারীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। তারা বীরের ন্যায় যুদ্ধ করেছিল যেমন তেমনি তাদের শ্রেষ্ঠ সম্পদ সম্ভ্রম উৎসর্গ করার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। মহান মুক্তিযুদ্ধে ২ লাখ নারীর সম্ভ্রমহানী ও আত্মত্যাগ বিশ্বের একটি বিরল ঘটনা। পৃথিবীর কোন আন্দোলনে এমন বিপুল পরিমাণ নারীর আত্মত্যাগের ঘটনা ঘটেনি। বক্তারা নারীদের এ আত্মত্যাগের স্মৃতি ধরে রাখার জন্য বছরের প্রথম ১ জানুয়ারি অথবা মুক্তিযুদ্ধকালীন যেকোন দিন নির্ধারণ করে রাষ্ট্রীয়ভাবে শহীদ বীরঙ্গনা দিবস পালনের দাবি জানান

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version