Site icon suprovatsatkhira.com

স্বর্ণের বারসহ কলারোয়া থানার এএসআই ইহছাক ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজা শার্শায় আটক

বেনাপোল প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া থানার এএসআই ইহছাক ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজাসহ ৪ জনকে ২ পিস স্বর্ণের বারসহ নাভারণের সাতক্ষীরা মোড় থেকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার বিকালে তাদের আটক করা হয়। আটক অপর দুজন হচ্ছেন স্বর্ণ পাচারকারী মানিকগঞ্জের দক্ষিণধর এলাকার দুদু মিয়ার ছেলে অসিম (৩২) ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজার ছেলে আশিক রেজা (২০)। এসময় পুলিশ একটি সাদা রঙের (যশোর-খ ১১-০১১৫) প্রাইভেট কার জব্দ করে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ তাসমিম আলম সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে নাভারণ-সাতক্ষীরা মোড়ে থানার এসআই আনোয়ারুল আজিম ডিউটিরত অবস্থায় দেখতে পান মোড়ে দুইজন লোক একজনকে জোরপূর্বক ধরে টানাটানি করছে। দ্রুত সেখানে ছুটে গিয়ে বিষয়টি জানতে চান তিনি। এসময় দুইজন পুলিশ পরিচয় দেন। বিষয়টি সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশী করলে অসিম নামে ওই ব্যক্তির কাছ থেকে ২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের প্রাইভেট কারসহ আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়। সূত্র জানায় ধৃত দুই এএসআই স্বর্ণ পাচার কারী অসিমের কাছে থাকা ২ পিস স্বর্ণের বার পূর্ব পরিকল্পনা মোতাবেক ছিনতাইপূর্বক আত্মসাত করার চেষ্টা করেন। আটককৃতদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version