Site icon suprovatsatkhira.com

স্কুলে স্কুলে বই উৎসব

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্কুলে স্কুলে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা আনন্দে মেতে ওঠে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে বই উৎসব
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব এবং পিএসসিতে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ মিসেস লাভলি কামালের সভাপতিত্বে ও সহকারি কমিশনার আসফিয়া সিরাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শাহ আব্দুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার আক্তার হোসেন, একি মিত্র চাকমা, মোশারেফ হোসেন, ইন্দ্রজীত সাহা, মোছা. মুর্শিদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, কালেক্টরেট স্কুলের কোন টিচার কোন স্টুডেন্ট কোচিংয়ের সাথে যুক্ত হবে না। গার্ডিয়ান যারা আছেন তারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন, রেজাল্ট যাই হোক কোন স্টুডেন্ট কোচিংয়ে যাবে না। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি নজরদারি করব। আমার মনোযোগের সব”মেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই স্কুল।


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্টুডেন্টদের দেখে বোঝা যায় তোমরাই বিশ্ব জয় করবে। তোমরা কখনো মাথা নিচু রাখবে না। মাথা উঁচু করে চলবে।
স্থানীয় সরকারের উপপরিচালক শাহ আব্দুল সাদী বলেন, যে বই দেয়া হচ্ছে এই বই যেন শ্রেণিকক্ষে পড়ানো হয়। অনেক সময় দেখা যায় এই বই না পড়ায়ি নিম্ন মানের গাইড পড়ানো হয়। এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে ৩২০ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
বই উৎসবের পর সেখানে সহকারি শিক্ষক রাসেল মাহমুদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

খলিষখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালী শৈব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষ্যে বিদ্যালয়ের সভাপতি ও খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে নতুন বছরের পাঠ্য বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন খলিষখালী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক নাসিমা সুলতানা, ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসূদন পাল, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সহিদুল হক, শিক্ষক সুনীল বাছাড়, নিল মনি গুহ, অমিও দাস, শ্যামলি ঘোষ প্রমুখ।

তালায় বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব
তালা: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তালায় উপজেলাব্যাপী বই উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫০ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৭৬ হাজার ৫২৪ বই এবং প্রাথমিক পর্যায়ে ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ হাজার ১২৬ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার বই বিতরণের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ হাজার ৮শ শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৪৫ হাজার ৬০০, মাদ্রাসা পর্যায়ে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ৩শ শিক্ষার্থীর মাঝে ৭৭ হাজার ১৫০, এফতেদায়ী পর্যায়ে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৬শ শিক্ষার্থীর মাঝে ৪৭ হাজার ৪০০ এবং এসএসসি ভোকেশনাল পর্যায়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ৬ হাজার ৩৭৪ বই বিতরণ করা হয়েছে।
অপরদিকে, প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার সরকারি বে-সরকারি মোট ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ হাজার ১২৬ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে তালা উপজেলায় বই উৎসব হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এই উৎসব শান্তিপূর্ণভাবে পালন করেছে।

সাতক্ষীরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব
সাতক্ষীরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব ২০১৯ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ সংলগ্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আবাসিক-অনাবাসিক ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ নাসিমা খাতুনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের চেয়ারম্যান শেখ মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব
সাতক্ষীরা শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল ক্যাম্পাসে স্কুলের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য আবুল খায়ের, অভিভাবক সদস্য আব্দুল গফফার, ডা. রুহুল আমিন, শেখ জাহিদুর রহমান, আব্দুল মালেক, শাহানারা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই। এটি শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। ইতোপূর্বে কখনো বছরের প্রথম দিনে একযোগে সারা দেশে বই পেত না। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে। প্রেস বিজ্ঞপ্তি


সাতক্ষীরা পুলিশ লাইন বিদ্যালয়ে বই উৎসব
সাতক্ষীরা পুলিশ লাইন বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার ও বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আকতার, সহকারি পুলিশ সুপার (সদর) হুমায়ুন কবির, পুলিশ লাইনসের আর.আই তাহাজ্জৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য শেখ মনিরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, নববর্ষে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। এটি অনেক উন্নত দেশেও সম্ভব হচ্ছে না। অথচ আমাদের সরকার সেটি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। এতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে, আরও হবে।


নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রঙিন বই উৎসব
সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে বই উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন।
স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. খালিদ সাইফুল্লাহ, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, সহকারি শিক্ষক নাজমুন লায়লা, সাবিনা শারমিন, মো. আক্তারুজ্জামান, মো. তৈয়েবুর রহমান প্রমুখ।

এ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা এ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা এ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সহকারি প্রধান শিক্ষক সেতারা আক্তার বানু, সহকারি শিক্ষক আমিনুর রহমান উল্লাস, আলামিন হোসেন প্রমুখ।


সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় রঙিন বই উৎসব
আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের সাতক্ষীরা’র সম্পাদক মহসীন হোসেন বাবলু, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, কাজী সিরাজুল হক, সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মো. মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক মোমীন আলী, আব্দুল করিম, আমিনুর রহমান প্রমুখ।
রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
মঙ্গলবার সকালে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসুলপুর সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ। বই উৎসবে এ বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ৩ শ’ সেট নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।


রোজ গার্ডেন স্কুলে বই উৎসব
রোজ গার্ডেন স্কুলে বই উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আনছার আলী। সভাপতিত্ব করেন, পরিচালক ও প্রধান শিক্ষক এস এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক মোসলেমা খাতুন লাভলী, শিক্ষিকা তাসলিমা খাতুন, নাছিমা খাতুন, ফারজানা সুলতানা, হামিদা খাতুন খুশি, ফাহমিদা আলম মৌ, রওশন জাহান শিরি এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব
জয়নগর (কলারোয়া): কলারোয়ার জয়নগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই উৎসব ২০১৯ পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন ১নং জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দিন আল মাছুদ বাবু।
প্রধান শিক্ষক ইবাদুল হক’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নাছির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন কায়কোবাদ কবির, আছাদুজ্জামান মন্টু।
দেবহাটায় উৎসবমূখর পরিবেশে বই উৎসব


দেবহাটা: দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল থেকে একযোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এ বই উৎসব পালিক হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুল হক, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জব কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদের সদস্য আলফেদাউস আলফা, উপজেলা শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, দেবহাটা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সহকারি শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আরমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগণ। উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে এ বই উৎসব পালিত হয়।
সখিপুর ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
সখিপুর (দেবহাটা): দেবহাটার সখিপুর ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা ১২টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন আর-রশিদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, আব্দুর রব লিটু, খন্দকার রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিক।
দেবহাটার সাংবাড়ীয়া স্কুলে বই উৎসব
নওয়াপাড়া (দেবহাটা): দেবহাটার নওয়াপাড়া সাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে বই উৎসব হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিদ্যায়ল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবর রহমান।
এ সময় উপস্তিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জিয়াদ আলী, ইউপি সদস্য নুরুজ্জামান সহকারি শিক্ষক আব্দার রহমান, রুহুল আলীন, আব্দুল লতিফ প্রমুখ।
আশাশুনিতে ৬ লক্ষাধিক বই বিতরণ
আশাশুনি: ইংরেজি নববর্ষের প্রথমদিনে শিশু কিশোরদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে আশাশুনিতে পালিত হল জাতীয় বই উৎসব।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আশাশুনি সদরের মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার শামছুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসোর্স ইন্সট্যাক্টর মহিতোষ কর্মকার, সহকারি শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, ইদ্রিস আলী, আব্দুর রকিব, আবু সেলিম, মাসরুরা খানম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। শিশুরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে হাসিমুখে বাড়ী যেতে দেখা গেছে।
প্রায় একমাস আগেই উপজেলায় ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৭ টি প্রিক্যাডেট স্কুলের প্রায় ৩০ হাজার এবং ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৮ টি দাখিল মাদ্রাসা ও ১৭ টি এবতেদায়ীর হাজার শিক্ষার্থীর মধ্যে ৬ লক্ষাধিক বই স্ব-স্ব স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


মণিরামপুরে আনন্দমুখর পরিবেশে বই উৎসব
মণিরামপুর (যশোর): মণিরামপুরে মঙ্গলবার (১জানুয়ারি) আনন্দমুখর পরিবেশে নতুন বছরের বই উৎসব পালিত হয়েছে। উপজেলা প্রশাসন মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে বিনামূল্যে এ পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজন করে। যশোর-৫ (মণিরামপুর) আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টার মকবুল ইসলাম, মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার, মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া মণিরামপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উপলক্ষে বই উৎসবের আয়োজন করা হয়। উপজেলার ঘুঘুরাইল চাতাল মোড়ে অবস্থিত আরসিইউ প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আব্বাস উদ্দীন উপস্থিত থেকে বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ করেন।


গোবিন্দপুর স্কুলে উৎসবমুখর পরিবেশে বই উৎসব
কাশিমাড়ী (শ্যামনগর): সারাদেশের ন্যায় শ্যামনগরের গোবিন্দপুর স্কুলে উৎসবমুখর পরিবেশে বই উৎসব হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও উৎসবমুখর পরিবেশে বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্য পুস্তক দিবসের উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক মুকুন্দ কুমার মন্ডল।
এসসয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্বা গাজী আব্দুল হাকিম, অধ্যক্ষ গাজী সফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, সহকারী শিক্ষক এসএম সওকাত হোসেন, মাওলানা মোস্তফা নূর হোসেন, আব্দুল বারী, নূর হোসেন, সহ-অধ্যাপক মোস্তফা নূর মোহাম্মদ, সহ-অধ্যাপক এসএম হামিদুল ইসলাম প্রমুখ।
বছরের প্রথম দিনেই পাঠ্য পুস্তক হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ
বুড়িগোয়ালিনী (শ্যামনগর): শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনাতায়নে প্রধান শিক্ষক পংকজ কুমার রায়ের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ।
উপস্থিত ছিলেন স্কুল পিটিএ কমিটির সভাপতি আব্দুল হাকিম, সহকারি শিক্ষক বেলাল আহমেদ, দেবদুলাল সরকার, দীলিপ মন্ডল, দেবাশীষ মন্ডল, দীপংকর মন্ডল, অনুপম রায়, উমা রাণী মন্ডল, সুশীলন প্রতিনিধি রমেশ চন্দ্র মন্ডল, আনিসুর রহমান বাবু প্রমুখ।
গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব
গাবুর: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয়ে বই দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম ইয়াছমিনুর রহমান লিংকন, সহসভাপতি জি এম কামরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
কপিলমুনিতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব
কপিলমুনি: কপিলমুনিতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পার সভাপত্বিতে বই উৎসব হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার।
উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ শহর আলী গাজী, উপজেলা শিক্ষা অফিসার জয়নুল আবেদীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুল, কপিলমুনি ইউপি চেয়াম্যান কওছার আলী জোয়াদ্দার, সহকারী অধ্যাপক আলিনুর ইসলাম, ব্যবসায়ী নির্মল মজুমদার, ইউপি সদস্য আব্দুল আজিজ বিশ্বাস, সিনিয়র শিক্ষক জি এম লুৎফর রহমান, পরিচালনা পরিষদের সদস্য অমল কান্তি ঘোষ, রাম প্রসাদ পাল, কিনু পাল, শেখ লুৎফর রহমান, পিটিএ সভাপতি সোহরাব হোসেন, পরিচালনা পরিষদের সদস্য মঈনুদ্দীন হাজরা প্রমুখ।
পূর্বগোবিন্দপুুর মাদ্রাসায় ধর্মীয় গ্রন্থ বিতরণ
কাশিমাড়ী (শ্যামনগর): জাতীয় পাঠ্যপুস্তক দিবস উপলক্ষ্যে শ্যামনগরের পূর্বগোবিন্দপুুর ফোরকানিয়া মাদ্রাসায় ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে এ ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী নুরুল হক বাচ্চু, আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা মাহমুদ, সমাজসেবক আইয়ুব আলী মোড়ল, আবু সাঈদ গাজী, মনতেজ আলী মোড়ল, রওশন গাজী, এভারগ্রীণ যুব সংঘের সভাপতি জিএম হুমায়ুন কবীর হিমু, সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ত্রাণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত
কলারোয়া: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ২৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ হাজার ৫’শ ৯৪ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
এ বছর পাঠ্যপুস্তক উৎসবে ছাত্র-ছাত্রীদের মুখে উচ্চারিত হয়েছে, ‘নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গৌরব নিয়ে আকাশ জুড়ে উঠব।’
মঙ্গলবার সকালে সাতক্ষীরা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন কলারোয়া সরকারি জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, সহকারি শিক্ষা অফিসার সুভারানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব।
পাইকগাছায় বই উৎসব
পাইকগাছা: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।
উপস্থিত ছিলেন শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব বাবলু, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, ফজলুল আজম, মৃন্ময় মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ।
এছাড়া পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আবুল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, অপু রানী মন্ডল, শিক্ষক দীলিপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, রহমত আলী, ইদ্রিসুর রহমান, আলী সোহাল জুয়েল, অমিত রায়, আব্দুল মোমিন, প্রদীপ কুমার শীল।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি হেমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও জুলিয়া সুকায়না। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিলিজি ইয়াসমিন। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু, শিক্ষক গীতা রাণী, ললিতা নাথ, রিনা রাণী বিশ্বাস, সুষ্মিতা রায়, রতেœস্বর সরকার, শামিমা নাসরিন সীমা, এসএম আমিনুর রহমান লিটু, আজমেরী সুলতানা।
সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, আমজাদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, শেখ মোস্তফা জামান, শিক্ষক ফাতেমা খাতুন, সায়রা খাতুন, মুজিবর রহমান ও আব্দুস সালাম।
ইউনিভার্স্যাল এডাস স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক বাবলু সরকার, মৃগাঙ্ক সরকার, একান্ত মন্ডল, শিউলী বিশ্বাস, তানসিনারা ইসলাম লাবু, প্রভাতী স্বর্ণকার, নাজমুন্নাহার, তানজিল রুমা।


মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে বই উৎসব
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বই উৎসবে সভাপতিত্ব করেন, স্কুলের সভাপতি আনিছুর রহমান। এ সময় স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজলের পরিচালনায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপন
যশোর: যশোরে নানা আয়োজনে বই উৎসব সম্পন্ন হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে দীপ্তকণ্ঠে দেশকে এগিয়ে নেয়ার শপথ নেয়।
মঙ্গলবার (১ জানুয়ারি) শহরের সব স্কুলে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
যশোর জিলা স্কুলে এ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। প্রধান শিক্ষক একেএম গোলাম আযমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল ও জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক। সহকারী শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন অভিভাবক সাধন কুমার দাস ও শিক্ষার্থী শাহারিয়ার। আলোচনা শেষে প্রধান অতিথি ১ হাজার ৮০০ শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। প্রধান শিক্ষক লাইলা শিরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান। অতিথিবৃন্দ এ স্কুলে এক হাজার ৯০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।
এমএসটিপি গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক। ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম। প্রধান অতিথি এখানে এক হাজার ৮০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মঈনুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন। প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ৭০০ শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি ছিলেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্ম্দ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার বজলুর রশিদ। অধ্যক্ষ লে. ক. মহিবুল আকবার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কল্যাণ সরকার। এসময় প্রধান অতিথি ৯৫০ শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
ইসলামিয়া বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম কামরুজ্জামান। প্রধান শিক্ষক রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ৭৫০ শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
নিউটাউন বাদশা-ফয়সাল ইসলামী ইন্সটিটিউটে প্রধান অতিথি জেলা সহকারি শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। প্রতিষ্ঠানের সভাপতি উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আছাবুল গাজী, সহকারি প্রধান শিক্ষক আবু ইমরান গাজী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রশিদ খান, শেখ জসিম উদ্দিন ও এমএন আশরাফ শুভ। এখানে ৮০০ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়।


সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব
দেবহাটা: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, সহকারি প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক ইয়াকুব আলী, সহকারি শিক্ষক আলমগীর কবির, এনাম হোসেন, রোকসানা তরফদার, নির্মল কুমার গাইন, শাহিনা আক্তার, মোসলেমা খাতুন, মঞ্জুরুন নুর, ফারুক হোসেন প্রমুখ।
কুলিয়ায় বই উৎসব
দেবহাটা: কুলিয়ার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে বহেরা ও বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বই উৎসব পলিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) স্ব-স্ব বিদ্যালয়ে এ বই উৎসব পালিত হয়।
বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আছাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ ইমাদুল ইসলাম।
উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ডা. অহিদুজ্জামান, রমজান আলী মোড়ল, নুরে আজম, বিদ্যুৎশাহী সদস্য ডা. শোকর আলী, শিক্ষক রফিকুল ইসলাম খান, মুজিবুদ্দৌলা শামীম, রুবেল আহমেদ প্রমুখ।
এ দিকে, বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিদ্যনন্দ ঘোষের সঞ্চালনায় বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সামছুজ্জহা ছন্টু, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, আওয়ামী লীগ নেুা আরিফুজ্জামান আরিফ, নুরুল হক মিঠু, ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আ. হান্নান, খসরু আলম, মাজেদুল হক, রওশনআরা, শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, মফিজুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া কুলিয়া সার আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে নুুন বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান স.ম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দলিল লেখক আব্দুল্লাহ আল মামুনসহ স্কুলের শিক্ষকবৃন্দ।


পাটকেলঘাটায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব
পাটকেলঘাটা: পাটকেলঘাটায় বিভিন্ন কিন্ডার গার্টেন, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব পালিত হয়।
সকাল ১০টায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের সভাপতি ও তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক নাজমুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ, সহকারি শিক্ষক অলিউল ইসলাম, সিরাজুল ইসলাম মিন্টু, শিক্ষিকা শাহানা বুলবুল, রেক্সোনা পারভিন প্রমুখ।
কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা। এছাড়াও কুমিরা বহুমুখি মাধ্যামিক বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর দাখিল মাদ্রাসা, পাটকেলঘাটা আল ফারুক আদর্শ একাডেমিসহ থানার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় নুুন বই বিতরণ করা হয়।
নওয়াবেঁকীতে বই বিতরণ
নওয়াবেঁকী (শ্যামনগর): ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল বই।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণকালে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও যুবলীগ নেতা মারুফ বিল্লাহ প্রমুখ।


নবজীবন ইনস্টিটিউটে বই উৎসব
নবজীবন ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) নবজীবন ইনস্টিটিউট প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এ বই উৎসব হয়। ইনস্টিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, তানজিলা বেগম, শিক্ষক শেখ বোরহান আলী, শেখ মফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অফিসার জাহিদুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বেশি বেশি মনোযোগ, আস্থা, আনন্দ এবং লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে সরকার ধারাবাহিকভাবে ২০১০ সাল থেকে নতুন বছরের প্রথমদিনেই দেশব্যাপী সকল ও শতভাগ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। এতে করে একদিকে যেমন ছাত্র-ছাত্রীরা অলস সময় পার করার স্থানে আনন্দের সাথে পড়াশুনা শুরু করবে, অপরদিকে আগামীকাল থেকে নিয়মিত ক্লাশ শুরু হওয়ায় লেখাপড়ার গুণগত মানও বৃদ্ধি পাবে। (প্রেস বিজ্ঞপ্তি)
ডিবি গার্লস স্কুলে বই উৎসব
সদর উপজেলার ডিবি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রঙ্গনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। বই উৎসবে স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো নতুন বছরের নুুন বই বিতরণ করেন অতিথিবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, সমাজ সেবক এসকে বোস, আওয়ামী লীগ নেতা গোলাম কুদ্দুস, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার, সাংবাদিক শাহাদৎ হোসেন বাবু, আরশাদ আলী, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নজরউদ্দিন সরদার, আব্দুল হামিদ বাবু, সেলিম হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version