Site icon suprovatsatkhira.com

সমঝোতা ছাড়াই পাইকগাছা আ’লীগের বিশেষ বর্ধিত সভা সমাপ্ত: উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ২০ প্রার্থীর আবেদন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ২০জন প্রার্থী।
সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী আবেদন করেন।
চেয়ারম্যান পদে আবেদন করেছেন উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ পুত্র শেখ মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এসএম শামছুর রহমান, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন খোকন, সুকৃতি মোহন সরকার, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা তাঁতী লীগের সভাপতি দেবব্রত রায়, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, পৌর শ্রমিকলীগের সভাপতি শেখ হারুন-অর-রশিদ হিরু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মুজিবুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগম, পৌর সভাপতি শেখ জুলি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ময়না বেগম, সাধারণ সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রূপা, যুবলীগ নেত্রী নাজমা কামাল ও লিপিকা ঢালী।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব রশীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. শেখ নুরুল হক। প্রধান বক্তা ছিলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, জেলা আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, পৌর আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আব্দুল মজিদ গোলদার, রিপন কুমার মন্ডল, রুহুল আমিন বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, যুগোল কিশোর দে, নির্মল মজুমদার, আনন্দ মোহন বিশ্বাস, মুনছুর আলী গাজী, আবুল বাশার বাবুল সরদার, ডা. শংকর দেবনাথ, গাজী নজরুল ইসলাম, শেখ বেনজির আহমেদ বাচ্চু, নির্মল অধিকারী, মহাসিন সরদার, প্রভাষক ময়নুল ইসলাম, ভূধর চন্দ্র মন্ডল ও দেবু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version