খানজাহান আলী থানা (খুলনা) প্রতিনিধি: খুলনার শিরোমণির বিসিক এলাকায় সুগুনা পোল্ট্রি ফিডের সহকারী ম্যানেজার মোস্তফা সাবিবুর রহমান শান্ত হত্যাকাণ্ডের ঘটনার এক সপ্তাহ পর জড়িত সন্দেহে আটক হয়েছে ডিপোর ম্যানেজার মামুনুর রহমান (৩০)। তাকেসহ আটক লেবার সরদার তৈয়মুর রহমান (৪০), ডিপোর শ্রমিক কাইয়ুম হাওলাদার (৩২) এবং নুর আলম (২৮)কে হত্যার রহস্য উৎঘাটনে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মোবাইলে ফোন করে ডিপোর ম্যানেজার মামুনুর রহমান, লেবার সর্দার তৈয়মুর রহমানসহ ডিপোতে কাজ করা সাত জন শ্রমিককে থানায় ডেকে আনেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার। পরে প্রত্যেককে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবদ করে তিন শ্রমিককে ছেড়ে দেয়া হয়। ম্যানেজার এবং লেবার সর্দারসহ চার জনকে আটক করে রাখার কথা জানান।
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর রাতের কোন এক সময়র শিরোমণি বিসিকের সাব ডিলার ডিপোর সহকারী ম্যানেজার তানভীর শান্তকে দুষ্কৃতিকারী গোডাউনের মধ্যে ঢুকে অস্ত্র দিয়ে মাথা এবং মুখে কুপিয়ে হত্যা করে অফিস রুমের মধ্যে ক্যাশের তালা ভেঙ্গে ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট কয়ে নিয়ে যায়। এ ব্যাপারে নিহতের চাচা মাসুম খানাজাহান আলী থানায় ৩০২/৩৪ ধারায় মামলা করেন।
শিরোমণি পোল্ট্রি ফিড ডিপোর কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন রিমান্ডে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/