Site icon suprovatsatkhira.com

শিরোমণির এক বাড়ি থেকে ২ মটরসাইকেল চুরি

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খানজাহান আলী থানার শিরোমণি দক্ষিণপাড়ার রিফাত মঞ্জিল থেকে দুটি মটর সাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ জানুয়ারি) রাতে বাড়ির মালিক লুৎফর রহমান এবং ভাড়াটিয়া শিরোমণি এপিবিএনের সদস্য আব্দুস সবুরের দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় তারা।
ভুক্তভোগীরা জানান, সোমবার রাতে প্রতিদিনের মতো মেইনগেটে এবং ক্লবসিবাল গেটের তালা দিয়ে ঘুমাতে যান। রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে বাড়ির ভাড়াটিয়া শিরোমণি এপিবিএনর সদস্য আব্দুর সবুর উঠলে দেখতে পান সিড়ি ঘরের নিজে রাখা তার মটরসাইকেল ডিসকভার (খুলনা মেট্রো হ-১৩৩৩৮২) এবং বাড়ি মালিক লুৎফর আর্মির ছেলে রিফাতের এপাসি আরটিআর নতুন মটরসাইকেল নেই। মঙ্গলবার সকালে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version