বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ধলদাহ তবিবর রহমান সরদার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় অমল কৃষ্ণ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আয়নাল হক। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দ্যেশে লেখা পড়ার মধ্য দিয়ে তাদের উজ্জ্বল ভবিষৎ গঠন, দেশ ও জাতির উন্নতির কথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনার জন্য দেশ আজ উন্নয়নের রোল মডেল। সরকার লক্ষ লক্ষ পাঠ্য বই ছাত্র-ছাত্রীদের মাঝে প্রদান করছে, একটি ছেলেমেয়েও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আয়ুব হোসেন, ইউপি সদস্য কবির হোসেন, অভিভাবক আব্দুস সামাদ, আব্দুল হামিদ, শিক্ষানুরাগী সদস্য ডা. শেখ কুতুব উদ্দিন, মহিলা অভিভাবক সদস্য রুবিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি মাওলানা জহির উদ্দিন, আহসানুল কবির, সাহেব আলী, কামরুন্নাহার প্রমুখ।
শার্শায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/