বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চল শার্শা উপজেলা ভৌগলিক কারণে ভারত সীমান্তের একটি বড় অংশের সাথে মিশে রয়েছে। আর এ অঞ্চলের অধিবাসীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের এখানে বসবাস। সীমান্তের ওপার থেকে মাদক এনে একটি সমাজ বিরোধী চক্র সামাজিক পরিবেশকে ধ্বংস করছে। তাই এসব মাদক ব্যবসায়ীর সাথে কোন আপোস নয়। এছাড়া তাদের দমনের জন্য প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় বেনাপোল সোনালী ব্যাংক চত্বরে শার্শা মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশে শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা থানা ইনচার্জ এম মশিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার মইনুল ইসলাম, খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, যশোর র্যাব-৬ এর পুলিশ সুপার সুরত আলী, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, ওসি এম মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুবলীগের সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, ইউপি সদস্য মমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, মশিয়ার রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলীল।
শার্শাকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন এমপি আফিল উদ্দিন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/