Site icon suprovatsatkhira.com

শতভাগ বিদ্যুতের জন্য আলোর ফেরিওয়ালা!

যশোর প্রতিনিধি: ছিঁয়ে-বাঁক কাঁধে ঝুলিয়ে তার দুই পাশে থাকা ঝুড়িতে কিংবা ভ্যান-বাইসাইকেল যোগে রকমারি পসরা সাজিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রির দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। কিন্তু নতুন বিদ্যুৎ সংযোগ দিতে ফেরিওয়ালার বেশে বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন বিদ্যুৎ অফিসের লোকজন। এ যেন এক অভাবনীয় দৃশ্য। এমন অভিব্যক্তি ব্যক্ত করেন বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের তরিকুল ইসলাম। একই উপজেলার কুয়াদা গ্রামের মোশারফ হোসেন বলেন, বাড়িতে আসা মাত্রই মিটার ক্রয়ের টাকাসহ অফিসের আনুসঙ্গিক অর্থ পরিশোধ করা মাত্রই বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন তিনি।
শতভাগ বাড়িতে বিদ্যুতের আলো ছড়িয়ে দিতে এমনই কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে যপবিস-২ (যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২) কর্তৃপক্ষ। সামনে আলোর ফেরিওয়ালা লেখা সম্বলিত ভ্যানযোগে একজন ওয়েরিং ইন্সপেক্টর ও একজন লাইন ম্যান মণিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলেছেন বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে। এসময় কথা হয় টিমের নেতৃত্বে থাকা যপবিস-২ এর এজিএম (অপারেশন এন্ড মেইনট্যানেন্স) নাজিম হোসাইনের সাথে। তিনি জানান, যপবিস-২ এর আওতায় সদর দপ্তরসহ ৭ টি উপকেন্দ্র হতে রবিবার হতে প্রতিদিন ৮টি ভ্যান বিদ্যুৎ সংযোগ দিতে ছুটে চলেছে গ্রামে।
যপবিস-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা জানান, দালালের খপ্পরে পড়া, গ্রাহক হয়রানি প্রতিরোধে, সেবার মান বৃদ্ধিতে এ ধরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শতভাগ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version