মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-খুলনা ভায়া মণিরামপুর-কেশবপুর মহাসড়কের মুড়লি মোড় থেকে রাজারহাট পর্যন্ত রাস্তায় সংস্কার কাজ চলায় প্রতিনিয়ত তীব্র যানজটের কবলে পড়ে ভোগান্তি চরমে পৌঁছেছে। ২-৩ কিলোমিটার পথ পাড়ি দিতে যেয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। রাস্তার একধার সংস্কার কাজের জন্য বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এজন্য সংস্কার কাজের ধীরগতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, এ সড়কে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস-ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, বেবিটেক্সি, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, অটো রিক্সা, মোটরসাইকেল, ভ্যান-রিক্সা, বাইসাইকেলসহ নানা ধরনের হাজার হাজার যানবহন চলাচল করে। এক মাস আগে এ সড়ক সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু এ কাজে ধীরগতিতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। পুলিশ প্রশাসন যানজট নিরসনে কিছু ভূমিকা রাখলেও তাতে পরিস্থিতির উল্লেখযোগ্য কোন উন্নতি হচ্ছে না। এ ব্যাপারে এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোর-খুলনা মহাসড়কের রাজারহাটে যানজটে চরম ভোগান্তি, সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/