যশোর প্রতিনিধি: যশোর শহরের আরএন রোডস্থ এলাকার এসবি ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের কর্মচারীর যোগসাজসে একটি চক্র ২০লাখ টাকা মূল্যের গ্যাসের চুলা চুরির ঘটনায় ফাঁস হয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর শহরের ৭৮ নলডাঙ্গা রোড বেজপাড়ার আব্দুস সামাদের ছেলে আহসান সামাদ কোতয়ালি মডেল থানায় দু’জন কর্মচারীর নাম উল্লেখ করে বলেছেন, তিনি শহরের সিটি কলেজ পাড়ার আলমগীর সিদ্দিকীর ছেলে একরাম সিদ্দিকী ও সদর উপজেলা হামিদপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে টিপুর উপর নির্ভর করে তিনি ঢাকায় অবস্থান করে। পরবর্তীতে তিনি তার প্রতিষ্ঠানে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় প্রতিষ্ঠান ও ঝুমঝুমপুর বালিয়া ডাঙ্গা শিল্প নগরী এলাকার গোডাউনে গিয়ে মালমালের ভাউচার মিলিয়ে দেখেন সেখানে থাকা ১ হাজার ২৩পিস গ্যাসের চুলা নাই। বিগত ৬ মাস যাবত কর্মচারী দু’জন তাদের অপ্সাতনামা সহযোগী ৪-৫জনের সহায়তায় ২০লাখ টাকা মূল্যের গ্যাসের চুলা চুরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি ও মজুদ রাখে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় এজাহার মামলা হিসেবে নথিভূক্ত হয়। মামলাটি তদন্তর দায়িত্ব পান এসআই সুজিত কুমার মৃধা। তিনি বিভিন্ন স্থানে লাগাতার অভিযান চালায়। পরে চুরি যাওয়া ২৬টি গ্যাসের চুলা উদ্ধার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
যশোরে ২০ লাখ টাকার গ্যাসের চুলা চুরির অভিযোগে মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/