Site icon suprovatsatkhira.com

যশোরে শিশু অপহরণের পর হত্যাকারী বন্দুকযুদ্ধে নিহত

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে স্কুলছাত্র অপহরণ ও হত্যাকান্ডে জড়িত এক যুবক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) ভোরে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে অপহৃত স্কুলছাত্র তারিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। বন্দুকযুদ্ধে নিহত বিল্লল হোসেন মণিরামপুরের খেদায়পুর গ্রামের মোস্তফার ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, নিহত বিল্লাল ৬ জানুয়ারি মণিরামপুরের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্র তারিফ হোসেনকে অপহরণ করে। এরপর সে তারিফের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণের টাকা মঙ্গলবার দুপুরে কেশবপুরের একটি বিকাশের দোকানে আনতে যায় বিল্লাল। এ সময় তারিফের মামা কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় বিল্লালকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছ থেকে তারিফের মরদেহ উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করলে বন্দুকযুদ্ধে বিল্লাল নিহত হয়। পরে ওই ব্রিজের নিচ থেকে তারিফের মরদেহ উদ্ধার করা হয়। তারিফ ও বিল্লালের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version