যশোর অফিস: যশোরে এজাজুল ইসলাম বাপ্পি (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সে রাজারহাট রামনগর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার মাদানী মাওলানার ১ম বর্ষের ছাত্র। সে গত ৮ জানুয়ারি সকাল আটটায় মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে ১০ জানুয়ারি জানতে পারে বাপ্পি মাদ্রাসায় যায়নি। তারপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি বাপ্পির। ছেলে হারানোর শোকে দিনরাত পথে পথে ঘুরছেন সন্তান হারা মা। সন্তানের ছবি হাতে করে বিভিন্ন স্থানে গিয়েও কোনো সন্ধান মেলেনি। হারিয়ে যাওয়া সন্তানের পিতা যশোরের ঘোপ ডিআইজি রোডের ভাড়াটিয়া কারারক্ষী মনিরুজ্জমান। ছেলেকে হারিয়ে তিনিও ভেঙ্গে পড়েছেন।
এবিষয়ে মনিরুজ্জামান সোমবার কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে বাপ্পির সন্ধান পেলে ০১৯২২-৩০৮০৩৯ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে। বাপ্পির উচ্চতা আনুমানিক ৫ ফুট। মাথার চুল কালো ও ছোট, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা পরিষ্কার। হারিয়ে যাওয়ার দিন তার পরণে ছিল মিষ্টি কালারের পাঞ্জাবি, পাজামা ও চোখে চশমা। তাদের গ্রামের বাড়ি গোপালঞ্জের চন্দ্র দিঘলিয়ার চরশুকতাইল গ্রামে।
যশোরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/