যশোর প্রতিনিধি: যশোরে তরিকুল্লাহ ওয়াকফ স্টেটের প্রায় তিন একর জমি শরীক ফাঁকি দিয়ে কুদ্দুস বকুল নামে নামে এক ব্যক্তি জোরপূর্বক দখল করে নিয়েছে । এর মধ্যে যশোর শহরের বড় বাজারে রয়েছে প্রায় ১ একর।
তরিকুল্লাহ ওয়াকফ স্টেটের বৈধ আট শরীকের একটি দোকানঘর দখলের চেষ্টা করছে কুদ্দুস বকুল। এ ঘটনায় তার ভাই কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১০১১।
যশোর শহরের গরীবশাহ সড়কের মৃত মাওলা বক্স বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জিডিতে উল্লেখ করেছেন, এইচ এম এম রোডের দোকান ঘর আমার দখলে থাকা অবস্থায় তার ভাই এম এ কুদ্দুস বকুল ও তার ছেলে হিরক তালা ভেঙে দখলে চেষ্টা করছে। এ জন্য তার অন্যান্য ভাই বোন রাশিদা রহমান, নুরুল ইসলাম বিদ্যুৎ, হারুণ অর রশিদ, আব্দুল মজিদ, শিরিনা বেগম, বিউটি বেগমসহ সন্তানদের জীবননাশের হুমকি দিচ্ছে।
ভাই হারুণ অর রশিদ জানান, তরিকুল্লাহ ওয়াকফ স্টেটের বৈধ শরীক নয় জন। এর মধ্যে এম এ কুদ্দুস বকুল অন্য সব শরীকদের ফাঁকি দিয়ে নিজেই জমি দখল করছে। আর অবৈধ কাগজপত্র তৈরি করে পিতার একমাত্র বৈধ উত্তরাধিকার হিসেবে জমি অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছে। এ ঘটনায় আদালতে মামলা চলছে। মামলা নম্বর সিআর ১৬২৬/১৮।
যশোরে জমি দখলের চেষ্টা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/