যশোর অফিস: যশোরে আব্দুস সাত্তার হত্যাকাণ্ডের তিন মাস পরে কবর থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্টেট তাইয়েব-উর-রহমানের উপস্থিতিতে বুধবার বিকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কচুয়া ঘাটকুল পাড়া নিহতের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত ছমির বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
নিহতের ভাই আব্দুল গফুর বলেন, আমাদের পরিবারের সাথে একই গ্রামের আব্দুল আজিজের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরে আজিজের ছেলে জিহাদ ও জিসান গত বছর ৭ অক্টোবর দুপুরে আমার ভাই আদ্দুস সাত্তারকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আমরা প্রথমে স্থানীয় রাজারহাট বাজারে এবং কুইন্স হাসপাতালে চিকিৎসা করাই। সাত্তারের অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে ২১ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। ২২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার জেনারেল হাসপাতালে মারা যায়।
পরে আমরা ন্যায় বিচার না পেয়ে আদালতে মামলা করি। আদালতের নির্দেশে গত ৬ ডিসেম্বর কোতয়ালী থানায় নিয়মিত মামলা হিসাবে (নং ১৪/৬.১২.১৮) রেকর্ড হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সেপেক্টর জামাল উদ্দিন বলেন, মামলাটি কোতয়ালী থানা পুলিশ তদন্ত করছিল। পরে মামলাটি সিআইডিতে আসে। আমি মামলাটি তদন্তভার গ্রহণ করার পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্টেট তাইয়েব-উর-রহমান ও হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুর রশিদ নিহেতর লাশ কবর থেকে তুলে আনা হয়েছে।
ইন্সেপেক্টর জামাল উদ্দিন ডাক্তার আব্দুর রশিদের উদ্ধৃতি দিয়ে বলেন, ময়না তদন্ত রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে হত্যার মূল কারণ।
যশোরে কৃষক সাত্তার হত্যাকাণ্ডের ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/