Site icon suprovatsatkhira.com

মুক্তিযুদ্ধের সংগঠক ডা. কাজী রবিউল হক আর নেই

যশোর প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক যশোরের প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ ডা. কাজী রবিউল হক। তিনি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুর দুইটার দিকে ৭৯ বছর বয়সে ঢাকা বারডেমে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না… রাজেউন)। ডা. কাজী রবিউল হকের ছেলে কাজী বর্ণ উত্তমের বরাত দিয়ে উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ এশা বাদ ঢাকার মহম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে যশোর অম্বিকা বসু লেনের তাঁর পৈত্রিক বাড়ি ‘আঁকাবাঁকা’ ভবনে সকাল ১১টার পূর্ব পর্যন্ত রাখা হবে। সকাল ১১টা হতে সকলের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য উদীচী, যশোর কার্যালয়ে (প্রধান ডাক ঘরের সামনে) রাখা হবে। জোহর বাদ যশোর ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা আনুষ্ঠানের পর যশোর কারবালা গোরস্তানে দাফন সম্পন্ন করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version