এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, কিভাবে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা যায় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অন্যান্য স্থল বন্দরের মতো বেনাপোল স্থলবন্দরে নজিরবিহীন উন্নয়ন করেছে। এই উন্নয়নের অংশীদার হতে তিনি ব্যবসায়ীদের ঠিকমত কর দিয়ে সরকারকে সহায়তা ও পাশাপাশি কাস্টমস কর্মকর্তাদেরকে ব্যবসায়ীদের হয়রানি করতে নিষেধ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানের জাতি হিসেবে বাংলাদেশকে পরিচিতি করতে সারা দেশে কাজ করে যাচ্ছেন। একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন তিনি।
এমপি আফিল উদ্দীন আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশকে নিয়ে একটি মহল নানাভাবে চক্রান্ত শুরু করেছে। নাশকতার নামে তারা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। সবাইকে সম্মিলিতভাবে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের জন্য একটি সুসময় এসেছে। দেশে এখন সুবাতাস বইছে। সবাই আজ শেখ হাসিনা সরকারের দিকে চেয়ে আছে। আজ পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। পায়রা বন্দরসহ বিভিন্ন স্থলবন্দরের অবকাঠামো বাড়ছে। শেখ হাসিনা সরকার দেশকে সুন্দর থেকে আরো সুন্দর করছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্মাট বর্ডার ফর সিমলেস ট্রেড, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার বেনাপোল কাস্টমস হাউসে পালিত হয় দিবসটি। প্রতি বছরের ন্যায় এ দিনে বিশ্বের ১৮০টি দেশের সাথে ‘দি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন’ কর্তৃক সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কাস্টমস দিবসটি পালন করে থাকে।
যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শত্তকাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম কমিশনার শাকিলা পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নিরীক্ষা ও গোয়েন্দা) সাইফুল ইসলাম, এফবিসিসিআইয়ের অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান ও হক’স বে অটোমোবাইলস লি. এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল হক, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি শামসুর রহমান, সিনিয়ার সহ-সভাপতি নূরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা প্রমুখ।
সভা শেষে বেনাপোল কাস্টমস হাউজ শিক্ষণ ফোরামের উদ্যোগে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন সরকারি সংস্থা, আমদানি-রফতানিকারক, চেম্বার অব কমার্স, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বেনাপোল কাস্টমস হাউজ মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিরা। পরে কাস্টম হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে সজাগ থাকতে হবে: আফিল উদ্দিন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/