Site icon suprovatsatkhira.com

প্রতিপক্ষকে ফাঁসাতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর, প্রতিকার পেতে মামলা

রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: মণিরামপুরে চাঁদার টাকা চেয়ে না পেয়ে এক শিক্ষককে মারপিট করে দুর্বৃত্তরা জোর পূূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কুচক্রি শিক্ষকের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অভিযোগ। ভুক্তভোগী এর থেকে পরিত্রাণ পেতে আদালতে মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর মণিরামপুর উপজেলার মাহমুদকাটি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের নিকট বিবাদী মণিরামপুর পৌর এলাকার দূর্গাপুর গ্রামের দিদার আলী গত কয়েক মাস আগে থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। ২৭ নভেম্বর বাদী শিক্ষক লুৎফর রহমান উপজেলা পরিষদ চত্বরে পরীক্ষার প্রশ্নপত্র আনার জন্য যান। সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া বিবাদী দিদার আলী তার সাঙ্গপাঙ্গ দিয়ে চাঁদার দাবি পূরণে ব্যর্থ শিক্ষক লুৎফরের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জোর পূর্বক ২৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। যার স্ট্যাম্প নং ৭৬০, তারিখ ২৭/১১/২০১৮। এ সময় বাদী ওই স্ট্যাম্পে স্বাক্ষর করতে অনাপত্তি জানালে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বাক্ষর করে নেয়। বাদীর আশংকা স্ট্যাম্পে মূল্যবান কোন দলিল সৃষ্টি করে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। তাই বাদী এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে অভিযুক্ত দিদার আলী চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে জানান, শিক্ষক লুৎফরের কাছে তিন লাখ টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ নিয়ে টালবাহানা করছে বলে তার অভিযোগ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version