যশোর প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে টানা দ্বিতীয়বারের মত সংসদ নির্বাচিত হয়েছেন স্বপন ভট্টাচার্য্য। সরকারের নতুন মন্ত্রীসভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রীসভায় যুক্ত হওয়ায় যশোরবাসীর প্রত্যাশাও অনেক। দেশের উন্নয়ন নিয়ে কি ভাবছেন নয়া প্রতিমন্ত্রী। মোবাইল ফোনে এক সাক্ষাৎকারে স্বপন ভট্টাচার্য্য দীর্ঘ রাজনৈতিক জীবনে মন্ত্রীত্বের স্বাদ পাওয়ার অনুভূতি, দেশের সার্বিক উন্নয়নে অর্পিত দায়িত্ব পালন ও যশোরের পিছিয়ে পড়া খাতগুলোকে এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বপন ভট্টাচার্য্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা নিশ্চিতের যে অঙ্গীকার করেছেন সেই চ্যালেঞ্জ বাস্তবায়নের অধিকাংশ কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন, এটা আমার সৌভাগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার প্রতিফলন ঘটাতে চাই।
তিনি বলেন, গ্রামের মানুষকে শহরের সুযোগ সুবিধা নিশ্চিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবো। গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিতে চাই। গ্রামের মানুষের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
স্বপন ভট্টাচার্য্য বলেন, আমি শুধু যশোরের প্রতিমন্ত্রী নই, সারাদেশের মানুষের প্রতিমন্ত্রী হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবো। তবে যশোরের মানুষ হিসেবে, এই অঞ্চলের পিছিয়ে পড়া খাতগুলোকে এগিয়ে নিতে অগ্রাধিকার দিবো। এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, যশোরের সচেতন মহল ও সাংবাদিকদের সঙ্গেও আলোচনা করবো। সবার মতামতের ভিত্তিতে পিছিয়ে পড়া খাতকে এগিয়ে নিতে উন্নয়ন করা হবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিমন্ত্রী হওয়ায় আপনার অনুভূতি কি জানতে চাইলে স্বপন ভট্টাচার্য্য বলেন, প্রতিমন্ত্রী হওয়ায় আমি খুব খুশি। আমার যশোরবাসীও খুশি হয়েছে। প্রত্যেক রাজনীতিবিদ মূল্যায়ন চান। আমারও প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
পিছিয়ে পড়া যশোরকে এগিয়ে নিতে চাই: স্বপন ভট্টাচার্য্য
https://www.facebook.com/dailysuprovatsatkhira/