নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটার স্বর্ণ ব্যবসায়ী কুমিরা গ্রামের বিশ্ননাথ পালের বাড়িতে ডাকাতির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে স্থানীয় ইউপি সদস্য শফিকুল মোড়লের বিরুদ্ধে।
ভুক্তভোগী ব্যবসায়ী বিশ্বনাথ পাল পাটকেলঘাটা প্রেসক্লাবে এসে অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুমিরা বাসস্ট্যান্ড বাজারের পূজা মন্ডপ চত্বরে সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি সদস্য শফিকুল মোড়ল তার বক্তব্যে আমার বাড়ির ডাকাতির ঘটনা সাজানো নাটক উল্লেখ করায় ভুক্তভোগীসহ এলাকার সচেতন মহল বিস্মিত হন। ওই সময় সংবর্ধনা মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের কাছে বক্তব্যের প্রতিবাদ জানালে ইউপি সদস্য ও তার লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অবস্থার বেগতিক বুঝে মঞ্চে উপস্থিত অতিথিরা পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ওই ইউপি সদস্যের আচরণে সন্দেহ করছেন অনেকে।
প্রসংগত গত ৬ জানুয়ারি গভীর রাতে ব্যবসায়ী বিশ্বনাথ পালের কুমিরা গ্রামের বাড়িতে ৬-৭ জনের সশস্ত্র ডাকাত দল সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি পালসার মটর সাইকেলসহ নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় পাটকেলঘাটা থানায় গত ৭ জানুয়ারি ডাকাতির মামলা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করে।
পাটকেলঘাটায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ভিন্নখাতে নেওয়ার পাঁয়তারা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/