Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় স্নাতক (পাস) কোর্সের উপবৃত্তি না পেয়ে হতাশ শিক্ষার্থীরা

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় শিক্ষা উপবৃত্তির টাকা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। স্নাতক (পাস) কোর্সের উপবৃত্তির জন্য মনোনীত কয়েকজন শিক্ষাথীর কাছ থেকে এ ধরণের অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের স্নাতক (পাস) কোর্সের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তির জন্য বাছাই করা হয়। কিছুদিন আগে মাত্র ৪/৫ জন উপবৃত্তির জন্য মোবাইলে এসএমএস পায়। বাকি শিক্ষার্থীরা উপবৃত্তির এসএমএস না পেয়ে কলেজে যোগাযোগ করলে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী তানজিলা পারভীন, রিমা খাতুন, মিনাক্ষী রায়, রুবেল ইসলাম জানায়, নির্বাচনের কিছুদিনের আগে আমাদের তিন জন সহপাঠী উপবৃত্তির টাকা পেয়েছে। তালিকায় আমাদের নাম থাকা সত্বেও কেন টাকা পেলাম না। কলেজ কতৃপক্ষ তার সদুত্তর দিতে না পারায় আমরা হতাশ হয়েছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা শিক্ষা অফিসে এ বিষয়ে ফোন দিয়ে জানতে পারলাম কলেজ থেকে ঠিকমত উপবৃত্তির জন্য বাছাইকৃত ১৪ জন শিক্ষার্থীর তালিকা প্রেরণ করলেও ১১ জনের নামের তালিকা মন্ত্রণালয় থেকে মিছিং হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে দ্রুত সংশোধনী আসতে পারে বলে তিনি মনে করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version