পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় পাটকেলঘাটা থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেশ বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিষখালী ইউপি চেয়ারম্য মোজাফ্ফর রহমান, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেলায় পুলিশি আতংক থাকবে না। আপনাদের যত অেিভযোগ থাকবে দালাল না ধরে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। স্বাধীনতা পরবর্তী পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাবেন। বর্তমান পুলিশ অনেক মেধাবী, টেকনোলজির দিক দিয়ে অনেক আধুনিক। কোন পুলিশ অন্যায়ভাবে হয়রানি করলে তার পোশাক খুলে নেওয়া হবে। ইতোমধ্যে জেলার ৪৫ জন পুলিশ অফিসারকে বিভিন্ন রকম শাস্তি পেতে হয়েছে, অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলছে।
এ সময় পুলিশ জনগণের বন্ধু এই কথা মনে রেখে কাজ করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন তিনি। পুলিশ কোন অনিয়ম ও হয়রানি করলে তাৎক্ষণিক পুলিশ সুপারকে জানোনোর জন্য সকলকে আহবান জানান তিনি।
পাটকেলঘাটায় ওপেন হাউজ ডে’তে এসপি: পুলিশ অন্যায়ভাবে হয়রানি করলে তার পোশাক খুলে নেওয়া হবে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/