Site icon suprovatsatkhira.com

নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৫৪ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

যশোর প্রতিনিধি: যশোরের পৃথক চারটি নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৫৪ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। তারা ঝিকরগাছা ও মণিরামপুরের নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি।
আসামিরা হলেন ঝিকরগাছার বুলবুল হোসেন, কামাল হোসেন, জাকির হোসেন, ফিরোজ উদ্দিন, ওসমান, সাইদুল ইসলাম, মফিজুর রহমান, মহিউদ্দিন, রনি, সেলিম, আবিদুর, শাহাবুল, মোস্তফা, মণিরামপুরের বিল্লাল হোসেন, মাওলানা নজরুল ইসলাম, শেখ নিছার আলী, শরিফুল ইসলাম, জহির উদ্দিন, হুসাইন, রফিকুল ইসলাম, লোকমান হোসেন, আকবার আলী, রেজওয়ান, মোহাম্মদ আলী সানা, আকছেদ বিশ্বাস, জহুরুল ইসলাস, আব্দুল মান্নান, নূর মোহাম্মদ, আবু মুসা, নুরুল হক, হাফিজুর রহমান, রেজাউল করিম, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সবুর মাওলানা, কবির হোসেন, জাকির হোসেন, বাবু, জহুর আলী, আনিসুর রহমান, লুৎফর রহমান, আবুল কাশেম, শওকত আলী, মোজাহার আলী, মোজের মাস্টার, আব্দুস সোবহান, ফাত্তাহ ও আহম্মদ আলী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version