জানুয়ারি ৩, ২০১৯
নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা
যশোর অফিস: যশোরের মণিরামপুরের জলকর রোহিতা গ্রামের চাষি আবুল খায়ের। প্রতিবছর চার থেকে সাড়ে চার বিঘা জমিতে বোরো চাষ করেন তিনি। এবারো সমপরিমাণ জমিতে বোরো চাষের ইচ্ছে তার। সেই লক্ষ্যে ২০-২৫ দিন আগে তিন কাঠা জমিতে বীজতলা তৈরি করেছেন। কিন্তু গজানোর পর চারাগুলো লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও তিনি বীজতলা শেষ রক্ষা করতে পারেননি। 8,623,258 total views, 2,810 views today |
|
|
|