Site icon suprovatsatkhira.com

নগরঘাটায় বিনা সরিষা-১০ এর মাঠ দিবস

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটার নগরঘাটায় শতাধিক কৃষকের উপস্থিতিতে বিনাসরিষা-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় বাংলাদেশে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপ কেন্দ্রের আয়োজনে নগরঘাটার রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সফল কৃষক সুলাইমান সরদারের সভাপতিত্বে স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা সরিষা-১০ এর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার আতিকুল ইসলাম, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক সাংবাদিক নাজমুল হক, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নগরঘাটা এলাকার উপ সহকারি কৃষি কর্মকর্তা ওজিয়ার রহমান, আব্দুস সালাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি বিপ্লব ঘটানোর জন্য সরকার নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের অনাবাদি জমি যাতে পড়ে না থাকে সে জন্য সরকার কৃষি সহায়তা দিয়ে যাচ্ছে। তাই আপনারা পতিত জমি ফেলে রাখবেন না। অল্প সময়ে মাত্র ৭০-৮০ দিনের মধ্যে বিনা খরচে বিনা সরিষা-১০ চাষ করে অধিক লাভবান হতে পারবেন। এছাড়া বিনা সরিষা-১০ এর বপণ ও বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে তিনি আলোচনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version