এমএ জলিল, অভয়নগর (যশোর): নওয়াপাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আগুনে পুড়ে নিহত চালকের পরিচয় পেয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত অপর ট্রাকের চালককে অজ্ঞাত দেখিয়ে মামলা হয়েছে। নিহত ট্রাক চালক মেহেদী হাসান বাদশা (২৪) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, জলন্ত দুই ট্রাকের একটির থেকে যে চালকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়েছিল তার পরিচয় মিলেছে। তার নাম মেহেদি হাসান বাদশা। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
যশোরের মমতাজ বেগমের ট্রাকের হেলপার হিসেবে সে কর্মরত ছিলো। দুর্ঘটনার দিন সে চালক হিসেবে ট্রাকটি নিয়ে নওয়াপাড়া আসছিলো। পথিমধ্যে আগুনে পুড়ে নিহত হয় সে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অপর ট্রাক চালককে অজ্ঞাত দেখিয়ে মামলা করা হয়েছে এবং ট্রাক মালিকের সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, রবিবার রাত আনুমানিক ৮ টায় খুলনাগামী ১০ চাকার একটি খালি ট্রাক যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড় পৌরসভার চেংগুটিয়া উপহার ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা যশোরগামী সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে সাথে ট্রাক দুটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় ১০ চাকার খালি ট্রাকের চালক আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নওয়াপাড়ায় দু’ট্রাকের সংঘর্ষ ঘটনায় মামলা, নিহত চালকের পরিচয় মিলেছে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/