যশোর প্রতিনিধি: দোকানের পজিশন বিক্রি করে দোকান না দেওয়ার তালবাহানার একপর্যায় শফিকুল ইসলাম (৪৯) নামে এক দোকানদারকে পিটিয়ে আহত করে এক লাখ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শফিকুল ইসলামের স্ত্রী পারভীনা কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন।
যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা নারিকেলবাড়িয়া গ্রামের বর্তমানে নতুন উপশহর ই ব্লক বাসা নং ৯৮ এর মুরাদ আলীর বিশ্বাসের মেয়ে ও শফিকুল ইসলামের স্ত্রী পারভীনা বুধবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার স্বামী বিগত ২০০৪ সালে আবু তাহের শাবুর স্ত্রী মমতাজ মার্কেট থেকে একটি দোকান পজিশন নেন। দোকানটি র্দীঘদিন বন্ধ থাকলে চুক্তি মোতাবেক মাসে সাড়ে ৪শ’ টাকা ভাড়া হারে শফিকুল ইসলাম দিয়ে আসছেন। দোকানটি শফিকুল ইসলাম ব্যবসা করার জন্য ডেকোরেটর করলে মমতাজসহ তার পরিবার দোকান ছেড়ে দেওয়ার কথা বলেন। এ নিয়ে বুধবার সন্ধ্যারাত পৌনে ৮টায় তাদের মধ্যে বচসা হয়। একপর্যায় জুয়েলসহ তার মা বাবা শফিকুল ইসলামের উপর চড়াও হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে মারপিট পূর্বক প্যান্টের পকেট থাকা নগদ এক লাখ টাকা ও মানিব্যাগে থাকা নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দোকানদারকে পিটিয়ে লাখ টাকা ছিনতাই
https://www.facebook.com/dailysuprovatsatkhira/