Site icon suprovatsatkhira.com

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় সংবাদ প্রকাশে তোলপাড়

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারসহ ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের অবহেলা ও কমিশন বাণিজ্যে রোগীরা প্রতারিত মর্মে সম্প্রতি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের মধ্যে দৌড়-ঝাঁপ শুরু হয়েছে। চিকিৎসকদের নানাবিধ অনিয়ম ও অবহেলার কারণে রোগীরা প্রতারিত হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান অতি নিম্ন পর্যায়ে নেমে আসে এবং হাসপাতালের চিকিৎসকদের ঘিরে নানা জায়গায় নানা রকম গুঞ্জন ছড়াতে থাকে।
ইতিমধ্যে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় চিকিৎসকদের নানাবিধ অনিয়ম ও অবহেলার বিষয় তুলে ধরে সংবাদ প্রকাশ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ নড়ে-চড়ে বসেছে। সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে রোগী সেবার কাজে চিকিৎসকদের নিয়োজিত থাকার নিয়ম থাকলেও বিলম্বে হাসপাতালে উপস্থিত হওয়ার কারণে চিকিৎসকসহ ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অশোক কুমার সাহা।
এ বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহার নিকট জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকদের ঘিরে সংবাদ প্রকাশ হওয়ায় আমি নিজেই এখন থেকে রোগী দেখা বন্ধ করে দিয়েছি। এখন থেকে হাসপাতালের রোগী সেবার বিষয়ে তদারকি করব। হাসপাতালের চিকিৎসকদের ঘিরে কোন অনিয়ম সাংবাদিকদের সংবাদপত্রে লেখার সুযোগ আর থাকবে না। হাসপাতালের সময়সূচি অনুসরণ না করায় ইতিমধ্যে চিকিৎসক আক্তার মারুফ, হুমায়রা আশরাফী তন্বী, রাবেয়া খাতুন, উৎপলা বিশ্বাস, মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবীর, আনিছুর রহমান, মাহমুদুর রহমানসহ ১০ জনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ফিরে আসতে শুরু করেছে এবং রোগীরাও ভালমতো সেবা পাচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version