বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার শংকরপুর গ্রামে রাসেল (১৯) নামে এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রতিবেশীরা ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে তার ঝুলানো লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের সামছদ্দি ও তার ছেলে রাসেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। দিন দিন সেই বিরোধ বাড়তে থাকে।
নিহত রাসেলের মামা নজরুল ইসলাম অভিযোগ করেন, পিতাপুত্রের বিরোধে রাতে রাসেলের পিতা সামছদ্দি তাকে মেরে ঝুলিয়ে রাখে। এর আগেও সামছদ্দি তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করে একইভাবে হত্যা করেছিল। সে সময় স্থানীয়রা মিমাংসা করলে হত্যাকারী সামছদ্দি রক্ষা পেয়েছিলো। এবার পরিকল্পিতভাবে সে আমার ভাগ্নেকে একই কায়দায় ব্যাপক মারপিট করে এবং শেষ পর্যন্ত মেরে ঘরে ঝুলিয়ে রাখে।
লাশের সুরতহালকারী ঝিকরগাছা থানার এসআই সাহিদুজ্জান বলেন, সুরতহাল রিপোর্টে নিহতের ঘাড়ের ডান পাশে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।
ঝিকরগাছায় যুবকের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/