পাইকগাছা প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে মৃত্যুবরণকারী পাইকগাছার আ’লীগ কর্মী শেখ রুহুল আমীনের পরিবারকে সরকারিভাবে ঘর বরাদ্দ দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। আর রুহুল আমিনের দু’ছেলে সরকারের কাছে যোগ্যতানুযায়ী সরকারি চাকরির দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সে দিনের জনসভায় পাইকগাছার চাঁদখালী ইউপির চক চাঁদমুখি গ্রামের আ’লীগ কর্মী শেখ রুহুল আমীন আহত হলেও তাঁর পরিবার দাবি করেছেন সেদিন বিএনপি-জামাত জোটের ভয় ও মামলার ভয়ে এ ঘটনাটি আলোচনায় ওঠেনি।
প্রয়াত রুহুল আমিনের বড় ছেলে বর্তমানে পাইকগাছার সোস্যাল ইসলামী বাংকের অফিস সহকারি মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, গ্রেনেডের আঘাত প্রাপ্ত বাবা রুহুল আমীনের বাম পায়ে পঁচন ধরে অবশেষে মারা গেছেন।
তার পরিবার বলছেন, এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৫ লাখ টাকার অনুদান মেলে। ইতোমধ্যে রুহুল আমীনের ছোট ছেলে কুষ্টিয়ার বেসরকারি পদ্মা অয়েল কোম্পানিতে কর্মরত শেখ মহসীন প্রধানমন্ত্রীর দপ্তরে পুনর্বাসনের জন্য সরকারিভাবে ঘর প্রাপ্তির আবেদন করলে কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছেন। আবেদনের বিষয়ে ইউএনও জুলিয়া সুকায়না ও এসিল্যান্ড আব্দুল আউয়াল প্রয়াত রুহুল আমিনের পরিবারের জন্য পৌর সদরে সরকারি জমিতে ঘর বরাদ্দের ফাইল সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে, তার বড় ছেলে মনিরুজ্জামান যোগ্যতানুযায়ী দু’ভাইয়ের সরকারি চাকরির দাবি করেছেন।
গ্রেনেড হামলায় মৃত্যুবরণকারী রুহুল আমীনের পরিবারকে পুনর্বাসনে উদ্যোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/