জানুয়ারি ৩, ২০১৯
খলিষখালীর মৃৎশিল্প মৃতপ্রায়
খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটা খলিষখালীর রাঘবকাটী গ্রামের শারীরিক প্রতিবন্ধী মৃৎশিল্পী রেবা পাল। বাবার বাড়িতেও ছিলেন মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্ট। স্বামী বিশ্বনাথ পালের সংসারে এসেও রেবা পাল একই কাজ করছেন প্রায় ৩০ বছর ধরে। পূর্ব পুরুষদের পেশাকে বাঁচিয়ে রাখতে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও এখনো মাটি দিয়ে নিত্য ব্যবহারের বাহারি পণ্য তৈরি করছেন তিনি। তবে প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা আর জ্বালানি পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এখন এ পেশা ছাড়তে চান রেবা পাল। তার মতো এমন অস্তিত্ব সংকটে এলাকার আরো ১৮-২০ টি পরিবার। 8,611,326 total views, 2,983 views today |
|
|
|